হামদ ও নাত প্রতিযোগিতা 'সুরের সাথে নূরের পথে’-এর শীর্ষ ১০ জন প্রতিযোগীর নাম ঘোষণা করেছে টফি। এটি বাংলাদেশের কোনো ওটিটি প্ল্যাটফর্মে আয়োজিত প্রথম হামদ ও নাত প্রতিযোগিতা। বাংলালিংক-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শীর্ষ অংশগ্রহণকারীদেরকে পুরস্কৃত করা হয়।
পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় হাজার হাজার টফি কনটেন্ট ক্রিয়েটর এক মিনিটের হামদ ও নাত ভিডিও জমা দেওয়ার মাধ্যমে অংশগ্রহণ করে।
ভিডিওতে ভিউ সংখ্যার ওপর ভিত্তি করে টফি সেরা ১০ জন অংশগ্রহণকারীকে বেঁছে নেয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার অর্জন করেছে যথাক্রমে টাঙ্গাইলের মো. মোহসিন হোসাইন, সৈয়দপুরের মো. আখতারুল আলম শাহ ও ফেনীর মো. নাজমুল হোসাইন।
টফি-এর ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, 'বাংলাদেশের প্রথম ইউজিসি প্ল্যাটফর্ম হিসেবে টফি দেশের কনটেন্ট ক্রিয়েটরদেরকে তাদের বৈচিত্র্যময় প্রতিভা বিকাশে উৎসাহিত করতে চায়।'
তিনি আরও বলেন, 'এই উদ্দেশ্য নিয়েই অভিনব হামদ ও নাত প্রতিযোগিতা চালু করা হয়েছে। আমরা শীর্ষ অংশগ্রহণকারীদের অভিনন্দন জানাই এবং আশা করি তারা আমাদের প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তাদের যাত্রা সফলভাবে চালিয়ে যাবে।'
আরও পড়ুন: সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার