চলচ্চিত্রটির আয় প্রথম কিস্তির তুলনায় হ্রাস পেয়েছে ৬৭ শতাংশ। ছবিটি একই সাথে ২১৫১টি স্ক্রিনে দেখানো হচ্ছে এবং বিনামূল্যে স্ট্রিমিং করা হচ্ছে এইচবিও ম্যাক্স গ্রাহকদের জন্য।
‘ওয়ান্ডার ওমেন ১৯৮৪’ যুক্তরাষ্ট্র থেকে এ পর্যন্ত আয় করেছে ২৮.৫ মিলিয়ন ডলার, যেখানে খোলা রয়েছে প্রায় ৩৯ শতাংশ প্রেক্ষাগৃহ এবং নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, বোস্টন, ফিলাডেলফিয়া ও সান ফ্রান্সিসকোসহ বেশির ভাগ বড় বাজারই বন্ধ রয়েছে।
ইনস্টাগ্রাম ও টুইটার থেকে সব পোস্ট ডিলিট করলেন দীপিকা! তারপর?
আন্তর্জাতিকভাবে এটি ১০.১ মিলিয়ন ডলার আয় করেছে, যা ছবিটিকে বিশ্বব্যাপী আয় এনে দিয়েছে ১১৮.৫ মিলিয়ন ডলার।
২০০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটির জন্য দ্বিতীয় সপ্তাহান্তে মাত্র ৫৫ মিলিয়ন ডলার আয় একটি ভয়াবহ দুঃসংবাদ হলেও, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশীয় চার্টে শীর্ষে থাকার জন্য তা যথেষ্ট ছিল।
কোভিড-১৯ মহামারির কারণে কয়েকবার পেছানোর পর অবশেষে গত ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ওয়ান্ডার ওমেন ছবিটি।
ভারত থেকে অস্কারে যাচ্ছে মালয়ম সিনেমা ‘জাল্লিকাট্টু’
প্রথম পর্বের মতো সিনেমাটির দ্বিতীয় কিস্তিতেও মূল চরিত্র অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী গ্যাল গ্যাডট।
২০১৭ সালে ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নির্মিত ১২০ মিলিয়ন ডলার বাজেটের ওয়ান্ডার ওমেন আয় করেছিল ৮২০ মিলিয়ন ডলারের বেশি।
গ্যাল গ্যাডটের পাশাপাশি ছবিটিতে অভিনয় করেছেন ক্রিস পাইন, পেদ্রো পাসকেল এবং ক্রিস্টেন উইগের মতো জনপ্রিয় হলিউড অভিনয় শিল্পীরা।
আরও পড়ুন: বড় পর্দার প্রথম ‘জেমস বন্ড’ শন কনেরি আর নেই