মহামারি করোনাভাইরাসের কারণে মুক্তি দেয়া সম্ভব হয়নি এমন বেশিরভাগ প্রত্যাশিত ছবিই এই বছর পর্দায় আসবে। বিজয়ের ‘মাস্টার’ সিনেমার পর দর্শকরা হয়তো আরও ভালোকিছু দক্ষিণ ভারতীয় সিনেমা দেখার প্রত্যাশায় রয়েছেন।
বড় পর্দায় গত এক বছর কোনো ধরনের অ্যাকশন সিনেমার মুক্তি মেলেনি। ২০২১ সালে রজনীকান্ত, চিরঞ্জীব, মোহনলাল কমল হাসান, মহেশ বাবু, রাম চরন, আল্লু অর্জুন, এনটিআর জুনিয়রসহ বড় বড় তারকাদের সিনেমা দেখতে পাবেন দর্শকরা।
১. দৃশ্যম ২ (মালায়লাম)
মোহনলালের দৃশ্যম যা পরবর্তীতে হিন্দিতে নির্মাণ করা হয় তার সিক্যুয়াল এ বছর মুক্তি পাবে। হিন্দিতে অভিনয় করেছিলেন অজয় দেবগন। ‘দৃশ্যম ২’ সিনেমার টিজার ইতিমধ্যেই প্রকাশ হয়েছে এবং ইতিমধ্যেই দর্শকদের ভালো সাড়া মিলেছে। প্রথমটি মুক্তি পাওয়ার ছয় বছর পর এর সিক্যুয়াল আসছে। সিনেমাটি পরিচালনা করছেন জিতু জোসেপ। দৃশ্যম ২ সিনেমাটি ২০২১ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।
২. কেজিএফ চ্যাপ্টার ২ (কন্নডা)
কেজিএফ এর গল্প এবার আরও দুর্দান্ত হবে। দ্বিতীয় চ্যাপ্টার থাকবে অ্যাকশনে ভরপুর, এই পার্টে ইয়াশ ছাড়াও আরও অভিনয় করেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, প্রকাশ রাজ ও রাভিনা টেন্ডন।
৩. ট্রিপল আর (তেলেগু)
চলতি বছরে সবচেয়ে তারকাবহুল সিনেমা হতে চলেছে ট্রিপল আর (রাইজ রোর রিভোল্ট)। এই সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন এনটি রামা রাও জুনিয়র ও রাম চরন। বাহুবলীর পর এসএস রাজমৌলির এই সিনেমা দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। ২০ শতকের আগে আল্লুরি সীতারামা রাজু ও কুমরাম ভিম নামের দুজন যোদ্ধার জীবন নিয়ে এই সিনেমার গল্প তৈরি করা হয়েছে। মুভিটিতে বলিউড অভিনেতা অজয় দেবগন এবং আলিয়া ভাটও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
৪. ইন্ডিয়ান ২ (তামিল)
কমল হাসান ছাড়াও ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় সিদ্ধার্থ, কাজল আগরওয়াল এবং রাকুল প্রীত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিচালক শঙ্করের ইন্ডিয়ান ২-এ কাজল ৮৫ বছর বয়সী বৃদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে কাজল মজা করে বলেন, ‘এটি একটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না। তারা (চলচ্চিত্র নির্মাতারা) আমাকে মেরে ফেলবে।’
৫. আচার্য (তেলেগু)
মুক্তির আগেই সিনেমাপ্রেমীরা এই সিনেমা ব্লকবাস্টার হবে বলে ঘোষণা দিয়েছেন। চরণ ও নিরঞ্জ রেড্ডীর প্রযোজনায় এই সিনেমায় অভিনয় করেছেন চিরঞ্জীব ও কাজল আগারওয়াল। এছাড়া রাম চরন ও সনু সুডকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
৬. রাধে সিয়াম (তেলেগু)
প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী প্রভাস অভিনীত এই সিনেমা মুক্তি পাবে ২৮ এপ্রিল। একই তারিখে বাহুবলী দ্বিতীয় পার্টও মুক্তি পেয়েছিল। নায়িকা চরিত্রে অভিনয় করেছেন পূজা হেজ। সিনেমার প্রকাশিত পোস্টার দেখেই বুঝা যাচ্ছে এটি রোমান্টিক সিনেমা হতে যাচ্ছে।
৭. মারাক্কর: আরবিকাদালিন্তে সিংহাম (মালায়লাম)
হিট জুটি প্রিয়দর্শন ও মোহনলাল নিয়ে আসছেন আরেকটি ব্লকবাস্টার সিনেমা। ১৬ শতকের কাহিনী নিয়ে এবার ঐতিহাসিক সিনেমাটি তৈরি করা হয়েছে। গল্পটি কুঞ্জলি মারাক্কারের বীরত্ব অনুসরণ করে তৈরি। তিনি একজন নৌ-অ্যাডমিরাল যিনি পর্তুগিজ আগ্রাসন থেকে সাহসিকতার সাথে মালবার উপকূলকে রক্ষা করেছিলেন। ২৬ মার্চ মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় সুনীল শেঠি, প্রভু, মঞ্জু ওয়ারিয়ার এবং কের্তি সুরেশ প্রমুখ গুরুত্ব্পূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
৮. মালিক (মালায়লাম)
সিইউ সুন সিনেমার সফলতার পর ফাহাদ ফাসিল এই সিনেমার গল্পকার হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করছেন মহেশ নারায়নানা। অভিনয় করেছেন নিমিশা সাজায়ন, জজু জর্জ, দিলেশ ও মালা প্রভাতী। ক্রাইম থ্রিলার নিয়ে সিনেমার গল্প।
৯. অনাথ (তামিল)
কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর এই সিনেমা খবরের শিরোনাম হয়। এরপর রজনীকান্ত অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সিনেমায় আরও অভিনয় করেছেন মীনা, খুশবু, কার্থি সুরেশ, নয়নতারা, প্রকাশ রাজ ও ভিলা রামামূর্তি।
১০. সরকারু ভারি পাতা (তেলেগু)
‘সরকারু ভারি পাতা’ সিনেমায় মহেশ বাবুর সাথে মূল ভূমিকায় অভিনয় করছেন কার্থি সুরেশ। ২৫ জানুয়ারি থেকে দুবাইয়ে সিনেমার শুটিং শুরু হবে।
১১. কুরুপ (মালায়লাম)
শ্রীনাথ রাজেন্দ্রর ‘কুরুপ’ সিনেমা কেরালার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল সুকুমার কুরুপের বায়োপিক। এতে অভিনয় করেছেন দুলকুয়ার সালমান, সবিতা ধুলিপালা, ইন্দ্রজিত সুকুমারান। সিনেমাটি একই সাথে পাঁচটি ভাষায় মুক্তি পাবে।
১২. রেড (তেলেগু)
কিশোর ত্রিমুলার পরিচালনায় ‘রেড’ সিনেমাটি ২০১৯ সালে নির্মিত তাদাম সিনেমার রিমেক। এতে অভিনয় করেছেন রাম পতিনিনি, নিভেতা পেথুরাজ, মালভিকা শর্মা ও অমরিতা আয়।
১৩. বিক্রম (তামিল)
কমল হাসান অভিনীত অ্যাকশন সিনেমাটি পরিচালনা করেছন লোকেশ কনগাগারাজ। গত বছর এই সিনেমার টিজার প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীরা অধির আগ্রহে এটি দেখার অপেক্ষায় রয়েছেন।
১৪. পুষ্প (তেলেগু)
আল্লু অর্জুন ও রাশমিকা মন্দনা অভিনীত সিনেমাটা মূলত অন্ধ্র প্রদেশের গাছ চোরাচালানের গল্প নির্ভর। একজন লরি ড্রাইভারের গল্প নিয়ে তৈরি এই সিনেমা। যিনি এই অবৈধ ব্যবসার সাথে জড়িত।
১৫. ফ্যানটম (কন্নডা)
অনুপ ভান্ডারির পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন কিচ্ছা সুদিপ। সিনেমায় অ্যাকশন, ভৌতিক দৃশ্য, কমেডি সবই রয়েছে।
আরও পড়ুন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নোনা জলের কাব্য’র নেটপ্যাক অ্যাওয়ার্ড জয়
ধর্মীয় অনুভূতিতে আঘাত: জামিন পেলেন বাউল শিল্পী রিতা দেওয়ান
বিয়ে করলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ
‘নবাব এলএলবি’ সিনেমার পরিচালক ও অভিনেতা জামিন পেয়েছেন
তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস