গাইবান্ধা, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চল এরেন্ডাবাড়ি, হলদিয়া, সাঘাটা ও সাদুল্যাপুর উপজেলার হিঙ্গারপাড়া, রসুরপুর, ধাপেরহাট, খামার বুজরুক, জামালপুর, পচারবাজারসহ অন্তত ১৫টি গ্রামে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
এই গ্রামগুলোতে মোট ৭টি সোলার পাম্প স্থাপন করে জমি সেচের আওতায় আনা হয়।
জানা গেছে, ২০১৫ সালে কৃষকদের সুবিধার কথা চিন্তা করে অল্প খরচে চাষাবাদের জন্য এসডিআরএস নামে একটি স্থানীয় সংগঠন ওই সব অঞ্চলে ৭টি সোলার পাম্প স্থাপন করে। সোলার পাম্পের ফলে অনাবাদি জমি এখন আবাদি জমিতে পরিণত হয়েছে। চারিদিকে চলছে বিভিন্ন ধরনের আবাদ। কৃষকরাও কাজে ব্যস্ত।
কৃষক আব্দুস সাত্তার বলেন, আগে মেশিন দিয়ে পানি দেয়ার কারণে খরচ অনেক বেশি হতো। এখন আগের চেয়ে অনেক কম হয়। আগে এ অঞ্চলে বিদ্যুৎ ছিল না। তাই বোরো আবাদ হতো না। এখন স্থানীয় সংগঠনের মাধ্যমে সোলার পাম্প পেয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে।
স্থানীয় গ্রামবাসী ও কৃষকরা জানান, যে গ্রামের মানুষ যুগযুগ ধরে অন্ধকারে বসবাস করে। নেই আধুনিকতার ছোঁয়া, নেই বিদ্যুৎ সংযোগ। জেলার তিন উপজেলার এরকম গ্রামের সংখ্যা কম নয়। বিদ্যুৎ সংযোগ না থাকায় জমিতে সেচ সুবিধাও পায়নি কৃষক। আর সেচ সুবিধা না পাওয়ায় ইরি-বোরো চাষে খুব বেশি ভালো ফলন হতো না।
তারা বলেন, বর্তমানে সেই চিত্র এখন বদলে গেছে। স্থানীয় এনজিও এসডিআর এস সহযোগিতায় ওই সব দুর্গম গ্রামগুলোতে এখন সোলার পাম্প বসানো হয়েছে। আর স্বল্প খরচে তাদের জমিতে সেচ দেয়া যাচ্ছে। তাদের আশা সেচ দিয়ে ইরি-বোরো ফসল ঘরে তুলতে পারবে। লাল মাটির জমিতে সবুজের সমারোহ দেখা দেবে।
এনজিও কর্মকতা মোস্তাফিজুর রহমান জানান, এখানকার কৃষকরা আগে পানির অভাবে ফসল ফলাতে পারতো না। এখন সোলার পাম্পের মাধ্যমে নামমাত্র মূল্যে কৃষকরা ফসল ফলাতে পারছেন।
তিনি বলেন, গাইবান্ধার চরাঞ্চলসহ তিন উপজেলা ফুলছড়ি, সাঘাটা ও সাদুল্যাপুরের প্রত্যন্ত অঞ্চলে বৈদ্যুতিক পাম্পের সেচ সুবিধা ছিল না। যে কারণে চাষাবাদও কম হতো। এখন সেখানে সোলার পাম্পের সাহায্যে ধান ছাড়াও বারো মাসের বিভিন্ন রবি শষ্যের চাষাবাদ চলছে। অল্প খরচে চাষ করার সুবিধা পেয়ে খুশি ওই অঞ্চলের অন্তত সহস্রাধিক কৃষক। স্যালোর পরিবর্তে সোলার পাম্পের সুবিধা পেয়ে আবাদ করে আগের চেয়ে অনেক লাভবান হচ্ছেন তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শওকত ওসমান জানান, সোলার পাম্প দিয়ে সেচ ব্যবস্থার মাধ্যম কৃষকরা উপকৃত হচ্ছে। তারা অল্প টাকায় জমিতে সেচ দিতে পারছে।