আগামী ১০ বছরে দেশের ৮০ শতাংশ প্লাস্টিক বর্জ্য কমাতে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা।
রবিবার দেশটির কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (সিএসআইআরও) এ ঘোষণা দিয়েছে।
কীভাবে প্লাস্টিক তৈরি, ব্যবহার ও পুনর্ব্যবহার করা যায়, অত্যাধুনিক উপায়ে এই ব্যবস্থা বিকাশের জন্য এই উদ্যোগটি শিল্প, সরকার ও বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার তহবিল পাবে।
একক দেশ হিসেবে অস্ট্রেলিয়ানরা বর্তমানে প্রতি বছর এক মিলিয়ন টন প্লাস্টিক ব্যবহার করে, যার মাত্র ১২ শতাংশ পুনর্ব্যবহৃত হয়।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় আইসিটি খাতে বাংলাদেশিদের চাকরির সুযোগ
সিএসআইআরও এর প্রধান নির্বাহী ল্যারি মার্শাল বলেছেন, উল্লেখযোগ্য পদক্ষেপ না নিলে প্লাস্টিক বর্জ্য সমস্যা বাড়তে থাকবে।
তিনি একটি মিডিয়া রিলিজে বলেছেন, সমাধান পেতে এই মিশন পুরো উদ্ভাবন ব্যবস্থাকে একত্রিত করবে। যা পরিবেশকে উপকৃত করবে এবং অস্ট্রেলিয়ার জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করবে।
প্লাস্টিক বর্জ্য, জলবায়ু পরিবর্তনের অনিশ্চয়তা, মহামারি ও প্রাকৃতিক দুর্যোগসহ দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো সমাধানের জন্য বৈজ্ঞানিক ও সহযোগী গবেষণা উদ্যোগগুলোকে ব্যবহার করার লক্ষ্যে সিএসআইআরও ‘টিম অস্ট্রেলিয়া’ মিশন প্রকল্পটি ২০২০ সালের আগস্টে চালু করে।
আরও পড়ুন: বৃহত্তর বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কের দিকে দৃষ্টি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার