কাবুল, ২৯ মার্চ (সিনহুয়া/ইউএনবি)- আফগানিস্তানের দুটি প্রদেশে পুলিশের তল্লাশি চৌকিতে তালেবান জঙ্গিদের হামলার ঘটনায় ১৪ পুলিশসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।
স্থানীয় পুলিশ সিনহুয়াকে জানান, তালেবান জঙ্গিরা বৃহস্পতিবার রাতে পূর্বাঞ্চলের গাজনি প্রদেশের রাজধানী গাজনি শহরের সীমান্তে পুলিশের তল্লাশি চৌকিতে হামলা চালালে জেলা পুলিশ প্রধানসহ নয় পুলিশ কর্মকর্তা নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
পুলিশ আরও জানান, এতে বেশ কয়েকজন জঙ্গি নিহত ও আহত হয়েছেন।
অন্যদিকে, উত্তরাঞ্চলীয় বাদাখশানে প্রাদেশিক রাজধানী ফয়জাবাদের পূর্বে তালেবান জঙ্গিদের সাথে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য, দুই বেসামরিক নাগরিক ও আট তালেবান জঙ্গি নিহত হয়েছেন। সেনাবাহিনীর গণমাধ্যম কর্মকর্তা হাদি জামাল এ তথ্য জানিয়েছেন।