ধারণা করা হচ্ছে, চলতি বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য দ্বিতীয় শীর্ষ বৈঠকের মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ মিত্র চীনের প্রেসিডেন্ট শি জিংপিং’র সাথে বৈঠক করবেন কিম।
উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি বলছে, চীনের প্রেসিডেন্ট শি’র আমন্ত্রণে সোমবার বিকালে স্ত্রী রি সোল-জু এবং উত্তর কোরিয়ার বেশ ক’জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে চীন সফরে যান কিম।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে বলা হয়, উত্তরের নেতা সশস্ত্র-সুসজ্জিত ব্যক্তিগত ট্রেনে চড়েন, যা মঙ্গলবার সকালে কিমের সম্ভাব্য জন্মদিনে চীনে পৌঁছার কথা রয়েছে।
এশিয়ায় প্রতিবেশী রাষ্ট্র চীন উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। দু’দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতার সম্পর্কও উল্লেখযোগ্য।
এবারের সফর নিয়ে প্রায় এক বছরের মধ্যে চতুর্থবার চীন সফরে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম। গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্পের সাথে ঐতিহাসিক বৈঠকের আগেও তিনি চীন সফরে গিয়ে শির সঙ্গে আলোচনায় বসেছিলেন।