দুবাই, ০২ অক্টোবর (এপি/ইউএনবি)- সংযুক্ত আরব আমিরাতে বাড়িতে আগুন লেগে একই পরিবারের আট সদস্য নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় মালিকানাধীন আল-বায়ান সংবাদপত্রের খবরে বলা হয়, মঙ্গলবার আবুধাবির বানিয়াস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ছয়জন শিশু ও দুজন নারী। তারা ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদপত্রটি।
আবুধাবি কর্তৃপক্ষ নিহতদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গত জানুয়ারিতে ফোজাইরাতে একই ধরনের অগ্নিকাণ্ডে সাত শিশু নিহত হয়েছিল।
তখন দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিল রশিদ আল মাকতুম বলেছিলেন, দেশের প্রতিটি নাগরিকের ঘরে ফায়ার এলার্ম ব্যবস্থা স্থাপন করা হবে।