বুয়েন্স আয়ার্স, ০২ জুলাই (এপি/ইউএনবি)- আর্জেন্টিনায় অবসরপ্রাপ্তদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
লা মাদ্রিদ শহরের প্রতিনিধি দার্দো হেরেরা জানিয়েছেন, সোমবার ভোরে তার শহরের কাছে টুকুমান প্রদেশের একটি ভয়ংকর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
অবসরপ্রাপ্তরা অল্পবয়সী যাত্রীদের সাথে ছিলেন এবং তাৎক্ষণিকভাবে জানা যায়নি যে কতজন লোক বয়স্ক ছিল।
বাসটি মেন্ডোজা শহর থেকে টার্মাস দে রিও হন্ডো যাচ্ছিল।