ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাবতী জানান, বোয়িং ৭৩৭-৫০০ উড়োজাহাজটি জাকার্তা থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৫৬ মিনিটে যাত্রা করে। পরে ২টা ৪০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ টাওয়ারের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে।
এক বিবৃতিতে ইরাবতী বলেন, বর্তমানে জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং জাতীয় পরিবহন সুরক্ষা কমিটির সমন্বয়ে নিখোঁজ বিমানটির অনুসন্ধান করা হচ্ছে।
আরও পড়ুন: ৩৮ আরোহী নিয়ে চিলির সামরিক বিমান নিখোঁজ
বিমান সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটির ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে বোর্নিও দ্বীপে পশ্চিম কালিমন্থান প্রদেশের রাজধানী পন্টিয়ানাকের উদ্দেশে আনুমানিক ৯০ মিনিটের ফ্লাইট ছিল। বিমানটিতে ৫৬ যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন।
ইন্দোনেশিয়া ২৬ কোটিরও বেশি লোকের দেশ। বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জের এ দেশটির স্থল, নৌ ও আকাশপথের পরিবহন ব্যবস্থা অতিরিক্ত যাত্রী, পুরনো অবকাঠামো এবং দুর্বল নিরাপত্তার কারণে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ে।