বিমান নিখোঁজ
ক্রুসহ ৪৯ যাত্রী নিয়ে রুশ বিমান নিখোঁজ
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের আমুর এলাকা থেকে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ছয়জন ক্রুসহ ৪৯ জনের মতো যাত্রী ছিলেন। আঞ্চলিক গভর্নরের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এমন খবর দিয়েছে।
স্থানীয় জরুরি সেবা বিষয়কমন্ত্রী বলেন, সাইবেরিয়াভিত্তিক আনগারা নামের একটি এয়ারলাইন বিমানটি পরিচালন করতো। এটির নাম এএন-২৪। কিন্তু আমুরের তিয়ান্দা শহরের আসার সময় এটি রাডারের পর্দা থেকে হারিয়ে যায়।
চীনের সীমান্তবর্তী অঞ্চল আমুরের গভর্নর ভাসিলি অর্লভ বলেন, বিমানটিতে ৪৩ যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে। এছাড়াও ছয় ক্রু সদস্য ছিলেন আকাশযানটিতে।
পড়ুন: ‘গাজায় বোমার চেয়ে বিধ্বংসী হয়ে উঠেছে ক্ষুধা’
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিমানটির খোঁজে প্রয়োজনীয় সব বাহিনী নিয়োগ করা হয়েছে। যন্ত্রপাতিও প্রস্তুত রয়েছে।
জরুরি সেবা বিভাগের বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, খাবারোভস্ক-ব্লাগোভেশচেনস্ক-তিয়ান্দা রুটে একটি এএন-২৪ যাত্রীবাহিনী বিমান উড়ছিল।
কিন্তু চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর আগেই নিরাপত্তা তল্লাশি অতিক্রম করতে এটি ব্যর্থ হয়েছে। বিমানটির সঙ্গে এখন কোনো যোগাযোগ নেই।
১৩৩ দিন আগে
নেপালে ২২ যাত্রী নিয়ে বিমান নিখোঁজ
নেপালের একটি জনপ্রিয় পর্যটন রুটে ২২ যাত্রী নিয়ে একটি ছোট বিমান নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। রবিবার দেশটির একজন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।
কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পূর্বে পোখারা থেকে যাত্রা করা তারা এয়ারলাইন্সের বিমানটি ১৫ মিনিটের নির্ধারিত ফ্লাইটে জোমসোমের পাহাড়ি শহরে যাওয়ার কথা ছিল। উড্ডয়নের পরপরই বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির।
পুলিশ কর্মকর্তা রমেশ থাপা বলেন, টুইন অটার বিমানের অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই। তবে অনুসন্ধান চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিমানটিতে চারজন ভারতীয় এবং দুইজন জার্মানসহ ছয়জন বিদেশি ছিল।
গত কয়েকদিন ধরে ওই এলাকায় বৃষ্টি হলেও ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১
ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৭ মৃত্যু
১২৮৫ দিন আগে
ইন্দোনেশিয়ায় ৬২ আরোহীসহ বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ার রাজধানী থেকে ৬২ আরোহী নিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার সময় শ্রীবিজয়া এয়ারের একটি বিমানের সাথে এয়ার কন্টোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে বিমান নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন।
১৭৯০ দিন আগে