পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানকে দোষী সাব্যস্ত করে করেছে দেশটির একটি আদালত।
শনিবার (৫ আগস্ট) পাকিস্তানের একটি আদালত সম্পদ গোপনের মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছে। ফলে তিনি রাজনীতিতে অযোগ্য ঘোষিত হতে পারেন। এটি ইমরান খানের পুনরায় ক্ষমতায় ফেরার জন্য আরেকটি একটি নতুন চ্যালেঞ্জ।
আরও পড়ুন: ইমরান খানের নাম নো-ফ্লাই লিস্টে যোগ করা হয়েছে: পাকিস্তানের গণমাধ্যম
ইমরান খান ২০২২ সালের এপ্রিলে সংসদে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ১৫০টিরও বেশি আইনি মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। এরমধ্যে রয়েছে বেশ কয়েকটি দুর্নীতি, সন্ত্রাসবাদ ও মে মাসে মারাত্মক বিক্ষোভে জনগণকে সহিংসতার জন্য প্ররোচিত করার অভিযোগ। সেসময় তার অনুসারীরা সারাদেশে সরকারি ও সামরিক সম্পত্তিতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: জিন্নাহ হাউস হামলা মামলা: ইমরানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব