পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতায় থাকা না থাকার বিষয়ে উত্থাপিত বিতর্ক স্থগিত করেছে দেশটির সংসদ।
বৃহস্পতিবারের অধিবেশন স্থগিত করার জন্য তাৎক্ষণিক কোনো ব্যাখা দেয়া হয়নি। সংসদে অধিবেশন শুরুর কয়েক মিনিটের মধ্যেই তা স্থগিত করা হয় এবং রবিবার সংসদে পুনরায় অধিবেশন হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী ইমরান খান তার রাজনৈতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। বিরোধীরা তাকে অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য অভিযুক্ত করে দাবি করেছেন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের অযোগ্য।
আরও পড়ুন: অনাস্থা ভোটের আগেই ইমরানের পক্ষ ছাড়ছে মিত্ররা
এদিকে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ইমরান খানের।
বিশ্লেষকেরা বলছেন, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হবে। কারণ সংসদের ৩৪২ আসনের মধ্যে তার রাজনৈতিক বিরোধীদের রয়েছে ১৭২ ভোট।
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান ২০১৮ সালে ৩৪২ আসনের জাতীয় পরিষদের ১৭৬ ভোট পেয়ে ক্ষমতায় আসেন।
আরও পড়ুন: ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে ২ ফিলিস্তিনি নিহত