হামাসের সঙ্গে সংঘাতের মধ্যে ‘গাজার নারীরা ইসরয়েলের রোষানলে পড়েছেন’ বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি বিবৃতি দিয়ে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলার কেন্দ্রে রয়েছে গাজার নারীরা। উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন মূলত নারীদের ওপর।
‘গাজায় আগ্রাসনের পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১০ হাজার নারীর মৃত্যু হয়েছে। এ সময়ে আহত হয়েছেন অন্তত ১৯ হাজার নারী।’
সেখানে প্রতিদিন ৩৭ শিশু তাদের মাকে হারাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: রাফাহতে প্রাণের ঝুঁকিতে রয়েছে হাজারো মানুষ: জাতিসংঘ
সংস্থাটির দেওয়া তথ্যানুসারে, উপত্যকার ১ লাখ ৫৫ হাজারের বেশি গর্ভবতী ও স্তন্যদানকারী নারীর জীবন ‘ভয়াবহ’ হয়ে উঠেছে। পানীয় জল ও স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা নিতে বর্তমানে নারীদের চরম বিপদের সম্মুখীন হতে হচ্ছে।
শুক্রবার গাজার স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, ইসরালের হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৬২২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৭৭ হাজার ৮৬৭জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় তিনটি বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী যাতে ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: গাজায় মৃত মায়ের গর্ভ থেকে উদ্ধারের ৫ দিন পর মারা গেছে শিশুটি
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র শাসক গোষ্ঠী হামাস। হামলায় অন্তত ১ হাজার ২০০ বেসামরিক ইসরায়েলি নাগরিক নিহত হন।
ওই ঘটনার প্রতিক্রিয়ায় গাজায় লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলা শুরুর পর ৯ অক্টোবর গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় দখলদার ইসরায়েল। তাদের সেনা আগ্রাসনে ক্রমবর্ধমান মৃত্যু, অনাহার ও অবকাঠামোর ক্ষতি মিলিয়ে এই কয়েক মাসে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে গাজা।