যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম ভিয়েতনামের হ্যানয়ে ডিনারে (রাতের খাবার) অংশে নেয়ার আগে ছিল এমনই। যারা একটু পরেই পারমাণবিক অস্ত্র বিষয়ক কঠিন আলোচনায় অংশ নিতে যাচ্ছেন।
ডিনার টেবিলে কিমের পাশে বসা ট্রাম্প বলেন, ‘আমি মনে করি দীর্ঘ সময়ের জন্য এটি একটি চমৎকার পরিস্থিতির দিকে আমাদের নিয়ে যাবে।’
কোরিয়া যুদ্ধের অবসানে এ সম্মেলন থেকে রাজনৈতিক ঘোষণা আসতে পারে কি না জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমরা দেখবো।’
অপরদিকে দোভাষীর মাধ্যমে কথা বলা কিম ট্রাম্পকে বলেন, ‘আলোচনায় ভালো ফলাফলের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী, যাকে প্রত্যেকেই স্বাগত জানাবে।’
একে অপরের প্রতি প্রতিশোধ পরায়ণ অবস্থা থেকে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে গত বছরের জুনে সিঙ্গাপুরে বৈঠকে বসেন দুই দেশের শীর্ষ নেতা। সেই বৈঠকের সূত্র ধরেই এবারের বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।