উত্তর কোরিয়ায় ছয়জন মারা গেছেন এবং সাড়ে তিন লাখ মানুষকে জ্বরের চিকিৎসা দেয়া হয়েছে যা দেশটিতে ‘বিস্ফোরকভাবে’ ছড়িয়ে পড়েছে। করোনা প্রাদুর্ভাবের স্বীকৃতি দেয়ার একদিন পর শুক্রবার এমন তথ্য জানালো উত্তর কোরিয়া।
দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, এপ্রিলের শেষ থেকে জ্বরে আক্রান্ত সাড়ে তিন লাখ মানুষের মধ্যে এক লাখ ৬২ হাজার ২০০ জন সুস্থ হয়েছেন।
এছাড়া শুধু বৃহস্পতিবার নতুন করে ১৮ হাজার মানুষের মধ্যে জ্বরের লক্ষ্মণ পাওয়া গেছে এবং এক লাখ ৮৭ হাজার মানুষকে চিকিৎসার জন্য আলাদা করা হচ্ছে।
আরও পড়ুন: উ. কোরিয়ায় প্রথম করোনা শনাক্ত, দেশব্যাপী কঠোর লকডাউন
কেসিএনএ বলছে, মারা যাওয়া ছয়জনের মধ্যে একজন করোনার ওমিক্রন ধরনে সংক্রমিত হয়েছিলেন তা নিশ্চিত। তবে মোট অসুস্থ মানুষের মধ্যে কতজন করোনা আক্রান্ত তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেনি সংবাদমাধ্যমটি।
মহামারির মধ্যে প্রথমবারের মতো করোনা প্রাদুর্ভাবের কথা স্বীকার করার পর বৃহস্পতিবার উত্তর কোরিয়া দেশব্যাপী লকডাউন আরোপ করে।