কলকাতা, ভারত, ০২ অক্টোবর (এপি/ইউএনবি)-কলকাতায় বোমা বিস্ফোরণে সাত বছর বয়সী এক শিশু নিহত ও ৯ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে কলকাতার শহরতলী এলাকায় একটি দোকানের পাশে এ ঘটনা ঘটে। দোকানের বাইরে ১০ জন লোক দাঁড়িয়েছিল।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার রাজেশ কুমার সিং।
তিনি জানান, বিস্ফোরণে ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ওই শিশু মারা যায়।
এদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা পঞ্চ গোপাল রায় দাবি করেছেন, তাকে লক্ষ্য করেই এ বিস্ফোরণ।