কানাডার দক্ষিণ সাসকাচোয়ানে একটি পরিত্যক্ত আবাসিক স্কুল এলাকায় শত শত গণকবরের সন্ধান পাওয়া গেছে।
আাদিবাসীদের সংগঠন ‘দ্য ফেডারেশন অব সভরেইন ইন্ডিজেনাস নেশনস’ এক বিবৃতিতে গণকবরের ঘটনাকে কানাডার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে।
আরও পড়ুন: কানাডায় মুসলিম পরিবারের ৪ জনকে গাড়িচাপা দিয়ে হত্যা
গতমাসে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যের কামলুপ্স শহরে আদিবাসী শিশুদের পরিত্যক্ত একটি আবাসিক স্কুলে ২১৫ শিশুর দেহাবশেষ পাওয়া যায়। যাদের কারও বয়স ৩ বছরেরও কম ছিল।
সংগঠনটি স্থানীয় সময় বৃহস্পতিবার সাসকাচোয়ানে অবস্থিত ম্যারিভাল ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলে থাকা গণকবরের বিষয় নিয়ে একটি সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে।
আরও পড়ুন: কানাডার আবাসিক স্কুলে ২ শতাধিক শিশুর লাশ উদ্ধার!
১৮৯৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আবাসিক স্কুল হিসেবে এটিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
১৯ শতক থেকে ১৯৭০ এর দশক পর্যন্ত কানাডা সরকারের অর্থায়নে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আদিবাসী শিশুদের ধরে আনা হতো এসকল বোর্ডিং স্কুলে, যাতে তারা কানাডার মূল সমাজের শিক্ষা ও সংস্কৃতি গ্রহণ করতে পারে। তাদের জোরপূর্বকভাবে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হতো এবং নিজস্ব ভাষা ও সাংস্কৃতিক কার্যক্রম করতে দেয়া হতো না।
অভিযোগ আছে, অধিকাংশেরও ওপর শারীরিক নির্যাতন এবং গালাগালি করা হতো। ধারণা করা হয়, প্রায় ৬ হাজার শিশু এসকল স্কুলে মারা যায়।
এর আগে ২০০৮ সালে কানাডা সরকার সংসদে এ সকল স্কুলে শারীরিক ও যৌন হয়রানির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করে।
আরও পড়ুন: বুরকিনা ফাসোতে ১০০ বেসামরিক মানুষকে হত্যা
প্রায় ৫ বছর আগে ট্রুথ কমিশনের এক প্রতিবেদনে বলা হয়, এ সকল স্কুলগুলোতে নির্যাতন এবং অবহেলার কারণে অন্তত ৩ হাজার ২০০ শিশু মারা যায়। এছাড়া ১৯১৫ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত অন্তত ৫১ জনের মৃত্যু হয়।