দক্ষিণ গাজায় সবচেয়ে বড় হাসপাতালে হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এতে হামাসের রাজনৈতিক শাখার এক নেতাসহ ৫ জন নিহত হয়েছেন। হাসপাতালটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও গার্ডিয়ান এমন তথ্য দিয়েছে। খান ইউনিস শহরের নাসের হাসপাতালে অস্ত্রোপচার ভবনে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এমন এক সময়ে হামলা চালানো হয়েছে, যখন হতাহতে পরিপূর্ণ ছিল ভবনটি। হামলার ঘটনাটি নিশ্চিত করেছে ইসরাইল।
তারা বলছেন, একজন হামাস সদস্য ওখান থেকে কার্যক্রম চালাচ্ছিল বলে তারা এই অভিযান চালিয়েছে। ব্রিট্শি দৈনিক গার্ডিয়ানের খবর বলছে, এতে হামাসের রাজনৈতিক নেতা ও চিকিৎসকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
আরও পড়ুন: গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল