চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, মূল ভূখণ্ডে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯ জন। যার ফলে মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে সাড়ে ৬৮ হাজারে।
কমিশনের ভাষ্য, মৃত্যের হার স্থিতিশীল রয়েছে। নতুন মারা গেছেন ১৪২ জন। এ নিয়ে চীনের মূল ভূমিতে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এর শিকার হয়ে মোট মৃত্যের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৬৬৫ জনে। রোগ থেকে মুক্তি পেয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৪১৯ জন।
চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের রাজধানী উহানে গত ডিসেম্বরে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। সেখানেই বেশিরভাগ আক্রান্তের ঘটনা ঘটেছে। তারপর থেকে ভাইরাসটি ২৪টির বেশি দেশে ছড়িয়ে পড়ে।
এ মহামারীর শুরুতে নীরব ছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমে শনিবার সন্ধ্যায় সি’র একটি ভাষণ প্রকাশ করা হয় যা তিনি ৩ ফেব্রুয়ারি দিয়েছিলেন। এতে সি বলেন যে তিনি ভাইরাস মোকাবিলায় ৭ জানুয়ারিতেই নির্দেশ দিয়েছিলেন।