বেইজিং, ০৪ নভেম্বর (এপি/ইউএনবি)- চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির এক মহাসড়কে দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।
শনিবার রাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে একটি ভারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টোল আদায় স্টেশনে দাঁড়িয়ে থাকা গাড়ির সারিতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
গত সপ্তাহে চীনের পশ্চিমাঞ্চলের চুংকোইং শহরে একটি বাস উঁচু সেতু থেকে নদীতে পড়ে গেলে ১৫ ব্যক্তি মারা যান। এ ঘটনায় পুলিশের সরবরাহ করা একটি ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পূর্ব-মুহূর্তে বাসের চালকের সাথে এক যাত্রীর তর্কাতর্কি ও হাতাহাতি হচ্ছে। তারপরই বাসটি সামনে থাকা গাড়ি এড়াতে গিয়ে সেতু থেকে ছিটকে পড়ে।