দেশটির নিক্কেই পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সাইটামার পূর্ব প্রদেশে একটি কর্মক্ষেত্রে নিয়োজিত তিনজন নাগরিকের মধ্যে নতুন ধরনটি শনাক্ত হয়েছে। যারা ভাইরাসের নতুন ধরনে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। শনাক্ত হওয়া সকলেই বর্তমানে চিকিৎসাধীন আছেন।
এখন পর্যন্ত দেশটিতে ৬৪ জনের মধ্যে করোনাভাইরাসের নতুন ধরনটি শনাক্ত করা হয়েছে।
নতুন ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে বিদেশি রাষ্ট্রের নাগরিকদের জন্য গত ২৮ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে জাপানিজ কর্তৃপক্ষ। এখন শুধুমাত্র জাপানের নাগরিক এবং দীর্ঘমেয়াদী ভিসাধারী বিদেশিরা যারা দেশটিতে স্থায়ীভাবে বসবাস করছেন তাদের এ অঞ্চলে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।
বাংলাদেশ থেকে করোনার ভ্যাকসিন চেয়েছে হাঙ্গেরী ও বলিভিয়া
করোনা পরিস্থিতি: ৯ মাসের মধ্যে দেশে একদিনে সর্বনিম্ন মৃত্যু
গত ১৪ ডিসেম্বর যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সমাজসেবা সম্পর্কিত বিষয়ের সেক্রেটারি অব স্টেট ম্যাট হ্যানকক বলেছিলেন, ব্রিটিশ বিজ্ঞানীরা করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত করেছেন যেটি দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে উচ্চ সংক্রমণের হারের পেছনে কারণ হিসেবে থাকতে পারে।
হ্যানকক বলেন, প্রাথমিক বিশ্লেষণের সদ্য আবিষ্কৃত ভাইরাসের ধরনটি আগের যেকোনো ধরনের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম।
এর পর এক জরুরি সংবাদ সম্মেলনে ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, করোনাভাইরাসের নতুন ধরনটি আগেরটির চেয়ে ৭০ ভাগ বেশি সংক্রামক হতে পারে।
বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ২৫ লাখ ২৫ হাজার ৮০১ জনে।এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২২ লাখ ১৭ হাজার ৭৪৬ জনে।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।
যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন বিরোধী বিক্ষোভ, ভ্যাকসিন সাইট ‘সাময়িক’ বন্ধ
বিশ্বে করোনা আক্রান্ত ১০ কোটি ২৫ লাখ ছাড়াল
এদিকে মহামারি করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতকে ছাড়িয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে মেক্সিকো। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার ৫৭৯ জনে।
দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ১৩১ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ১৪৭ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৯১ লাখ ৭৬ হাজার ৯৭৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৩ হাজার ৯৪৫ জনের।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৬০ লাখ ৬৭ হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৩৯ হাজার ৪২০ জন মৃত্যুবরণ করেছেন।