এছাড়া, ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২২ লাখ ১৭ হাজার ৭৪৬ জনে।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৬০ লাখ ৬৭ হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৩৯ হাজার ৪২০ জন মৃত্যুবরণ করেছেন।
আরও পড়ুন: টিকা নিলে ভয় নেই, বরং না নিলেই ভয়: স্বাস্থ্যমন্ত্রী
করোনার কারণে ২০০৮ সালের চেয়েও মন্দাবস্থায় চাকরির বাজার
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।
এদিকে মহামারি করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতকে ছাড়িয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে মেক্সিকো। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার ৫৭৯ জনে।
দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ১৩১ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ১৪৭ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৯১ লাখ ৭৬ হাজার ৯৭৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৩ হাজার ৯৪৫ জনের।
বাংলাদেশ পরিস্থিতি
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মোট মৃতের সংখ্যা এ নিয়ে বেড়ে ৮ হাজার ১১১ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৩৬৩ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: কোভিড-১৯: মৃত্যুতে ভারতকে ছাড়িয়ে গেল মেক্সিকো
কোভিড-১৯: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি
কোভিড ভ্যাকসিন: সমালোচকদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী
করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৪টি পরীক্ষাগারে ১১ হাজার ৮৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। আর অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৪টি নমুনা।
পরীক্ষায় তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩.০০ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩৩৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৩ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।