জম্মু ও কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে শনিবার মধ্যরাতে প্রথমবারের মতো ড্রোন হামলা চালানো হয়েছে।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, ছয় মিনিটের ব্যবধানে বিমান ঘাঁটিতে পরপর দুবার বিস্ফোরণ ঘটে। এতে বিমানবাহিনীর দুই সদস্য আহত হয়েছেন।
আরও পড়ুন: কুয়াকাটায় ধান খেত থেকে ড্রোন উদ্ধার
এক টুইট বার্তায় বিমান বাহিনী জানায়, ‘জম্মু বিমান ঘাঁটি এলাকায় শনিবার মধ্যরাতে দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রথম বিস্ফোরণটি একটি ভবনের ছাদে এবং দ্বিতীয়টি হয় একটি খোলা জায়গায়।’
এতে বলা হয়, ‘কোনও সরঞ্জামের ক্ষতি হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’
সূত্র জানায়, তদন্তে সহায়তা করার জন্য সন্ত্রাসবিরোধী জাতীয় তদন্ত সংস্থা গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে বিস্ফোরণ ঘটানোর জন্য ড্রোন ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে।
আরও পড়ুন: ড্রোন উড্ডয়ন নিয়ে ‘ভুল’ তথ্য প্রচার: ব্যাখ্যা দিল মন্ত্রণালয়
ভারতের কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত এই অঞ্চলের পুলিশ প্রধান দিলবাগ সিং স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘এটি একটি সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনের আওতায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।’