কেঁপে উঠল
ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের কিছু অংশ
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার থেকে ৬১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
আরও পড়ুন: ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
৩৩৩ দিন আগে
১২ দিনের মাথায় সিলেটে আবারও ভূমিকম্প
১২ দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থলে ৪ দশমিক ১৯ মাত্রায় ভূমিকম্প হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ সজিব হোসাইন।
উল্লেখ্য, এর আগে গত ১৪ ও ২৯ আগস্ট সিলেটসহ সারাদেশে ভূমিকম্প হয়েছিল। অবশ্য এতে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ ভূমিকম্পে সিলেটে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় লোকজনকে আতঙ্কে বাসা-বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা গেছে।
আরও পড়ুন: ঢাকাসহ সারা দেশে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
ঢাকাসহ বিভিন্ন এলাকায় ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
৮১৮ দিন আগে
জোড়া ড্রোন হামলায় কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের বিমান ঘাঁটি
জম্মু ও কাশ্মীরে ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে শনিবার মধ্যরাতে প্রথমবারের মতো ড্রোন হামলা চালানো হয়েছে।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, ছয় মিনিটের ব্যবধানে বিমান ঘাঁটিতে পরপর দুবার বিস্ফোরণ ঘটে। এতে বিমানবাহিনীর দুই সদস্য আহত হয়েছেন।
আরও পড়ুন: কুয়াকাটায় ধান খেত থেকে ড্রোন উদ্ধার
এক টুইট বার্তায় বিমান বাহিনী জানায়, ‘জম্মু বিমান ঘাঁটি এলাকায় শনিবার মধ্যরাতে দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রথম বিস্ফোরণটি একটি ভবনের ছাদে এবং দ্বিতীয়টি হয় একটি খোলা জায়গায়।’
এতে বলা হয়, ‘কোনও সরঞ্জামের ক্ষতি হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’
সূত্র জানায়, তদন্তে সহায়তা করার জন্য সন্ত্রাসবিরোধী জাতীয় তদন্ত সংস্থা গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে বিস্ফোরণ ঘটানোর জন্য ড্রোন ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে।
আরও পড়ুন: ড্রোন উড্ডয়ন নিয়ে ‘ভুল’ তথ্য প্রচার: ব্যাখ্যা দিল মন্ত্রণালয়
ভারতের কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত এই অঞ্চলের পুলিশ প্রধান দিলবাগ সিং স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘এটি একটি সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনের আওতায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।’
১৬২২ দিন আগে