ডালাস, ০১ জুলাই (এপি/ইউএনবি)- টেক্সাসে দুই ইঞ্জিন বিশিষ্ট একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে দুই ক্রুসহ ১০ জন নিহত হয়েছেন। ফেডারেল কর্মকর্তারা একথা জানিয়েছেন।
রবিবার সকাল ৯টা ১১ মিনিটে বিমানটি স্থানীয় একটি বিমানবন্দরের হ্যাঙ্গারে (বিমান রাখার স্থান) বিধ্বস্ত হয়। বিমানটি সেন্ট পিটাসবার্গ যাচ্ছিল।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের প্রধান তদন্ত কর্মকর্তা জেনিফার রোডি জানান, বেইকক্রাফট বিই-৩৫০ কিং মডেলের বিমানটি একটি বেসরকারি বিমান ছিল।
একজন মুখপাত্র জানান, বিমানটি উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয় এবং সাথে সাথেই আগুন ধরে যায়।