এর আগে শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হায়া সোফিয়া জাদুঘরটি মসজিদে রূপান্তর করার জন্য আঙ্কারার উদ্দেশ্য সম্পর্কে ক্রমবর্ধমান সমালোচনার নিন্দা করে বলেছেন, ‘হায়া সোফিয়ার উপর আমাদের দেশের বিরুদ্ধে অভিযোগের অর্থ আমাদের সার্বভৌমত্বের অধিকারের উপর প্রত্যক্ষ হামলা।’
ইস্তাম্বুলে শুক্রবার এরদোয়ান বলেন, ‘আমরা মুসলমানদের অধিকার, আমাদের দেশে আধিপত্যবাদী বিশ্বাস এবং অন্যান্য ধর্মের অধিকার রক্ষা করব।’
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর সোমবার ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের এটি ছিল প্রথম ফিজিক্যালি বৈঠক।
এদিকে, এক সময় গির্জা থাকা হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের এ সিদ্ধান্ত গভীর হতাশার জন্ম দিয়েছে সনাতন খ্রিস্টানদের মধ্যে।
এর আগে, এটিকে মসজিদে রূপান্তরের ঘোষণা দেয়ার পর তুরস্কের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্র, গ্রিস, রাশিয়াসহ বিভিন্ন দেশ।