ভারতের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশের ভিত্তিতে রাজধানী দিল্লি ও এর আশেপাশের বেশ কয়েকটি রাজ্যের স্কুল এবং একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। বাতাসে বিষাক্ত কণার উপস্থিতি ও ধোঁয়াশা বেড়ে যাওয়ায় বুধবার থেকে এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷
দিল্লিসহ আশেপাশের বিভিন্ন রাজ্যের বাতাসে পুরু, ধূসর ধোঁয়াশার পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়ায় ভারতের সুপ্রিম কোর্ট দিল্লিতে সাময়িক লকডাউন ঘোষণা সংক্রান্ত এক পর্যালোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত প্যানেল দূষণ রোধ করতে এবং দিল্লির পরিবেশগত সংকট নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
স্কুলের পাশাপাশি প্যানেলটি কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট নামের একটি বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ আগামী ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় পণ্য বহনকারী ট্রাক চলাচল নিষিদ্ধ করেছে।
এছাড়া রাজ্যগুলোর সব বেসরকারি অফিসে অর্ধেক কর্মচারী নিয়ে কাজ করতে ‘উৎসাহিত’ করার নির্দেশ দিয়েছে।
গত দুই দিনে নয়াদিল্লির বাতাসে বিষাক্ত কনার উপস্থিতি কিছুটা কমলেও বুধবারও বাতাসে এর পরিমাণ এখনও নিরাপদ মাত্রার চেয়ে সাত গুণ বেশি ছিল। এমনকি শহরের কিছু অংশে এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ৩০০ মাইক্রোগ্রামের ওপরে ছিল।
আবহাওয়াবিদরা বলছেন, আগামী সপ্তাহে শীত বাড়ার আগেই বাতাসের অবস্থা আরও অনেক খারাপ হবে, ধোঁয়াশা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: করোনা পিল: মার্কিন কর্মকর্তাদের অনুমতি চেয়েছে ফাইজার