পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্রের আবেদন করেছে ইউক্রেন।
বৃহস্পতিবার ব্রাসেলসে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা নৃশংসতা প্রতিরোধে সহায়তা করার জন্য তার যুদ্ধ বিধ্বস্ত দেশে আরও অস্ত্র সরবরাহ করার জন্য ন্যাটোর কাছে অনুরোধ জানান।
সামরিক সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনার জন্য ন্যাটো সদরদপ্তরে যান কুলেবা। এ সময় তিনি বলেন, ‘আমার এজেন্ডা খুবই সহজ... এটি অস্ত্র, অস্ত্র ও অস্ত্র।’
আরও পড়ুন: রাশিয়া নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে
তিনি বলেন, ‘আমরা যত বেশি অস্ত্র পাব এবং যত তাড়াতাড়ি সেগুলো ইউক্রেনে পৌঁছাবে তত বেশি মানুষের জীবন রক্ষা পাবে।’
ন্যাটোর কিছু দেশ রাশিয়ার পরবর্তী লক্ষ্য হতে পারে; তা নিয়ে উদ্বিগ্ন। তবে ৩০ সদস্যের কেউ যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন পদক্ষেপ এড়াতে চেষ্টা করছে সামরিক জোটটি। এরপরও ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ সদস্য দেশগুলোকে ইউক্রেনকে আরও অস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘ইউক্রেন একটি প্রতিরক্ষামূলক যুদ্ধে লড়ছে। তাই আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রের মধ্যে পার্থক্যের প্রকৃত কোনো অর্থ নেই।’
আরও পড়ুন: মারিউপোলে ৫ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত
পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে পোর্টেবল অ্যান্টি-ট্যাঙ্ক ও অ্যান্টি-এয়ারক্রাফ্ট অস্ত্র সরবরাহ করেছে। তবে ইউক্রেনীয় সেনাদের ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দেয়া লাগবে এমন কোনো সরঞ্জাম যেমন বিমান, ট্যাঙ্ক, সরবরাহ করতে অনিচ্ছুক তারা।
ইউক্রেন আর কী চাইছে জানতে চাইলে কুলেবা বলেন, বিমান, স্থল ভিত্তিক ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া যান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।