পাকিস্তানের পারমাণবিক বোমার জনক হিসেবে পরিচিত পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান মারা গেছেন। রবিবার ইসলামাবাদের একটি হাসপাতালে দীর্ঘ মেয়াদী অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিণত করতে ১৯৭০ এর দশকে তিনি দেশটিতে পারমাণবিক বোমা তৈরির কর্মসূচি শুরু করেছিলেন।
তবে তাঁর বিরুদ্ধে নেদারল্যান্ডস থেকে সেন্ট্রিফিউজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি চুরির অভিযোগ উঠেছিল। যা তিনি পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।
কাদির খান বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লিউভেন থেকে ধাতুবিদ্যা প্রকৌশলের ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
এদিকে তাঁর মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানকে পারমাণবিক বোমা সমৃদ্ধ দেশে পরিণত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে সবাই ভালোবেসেছে। পাকিস্তানের মানুষের জন্য তিনি জাতীয় নায়ক।’
আরও পড়ুন: বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক হারুন আর নেই