পারমাণবিক বোমা
পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টায় শান্তিতে নোবেল পেল জাপানের নিহন হিদানকিও
চলতি বছরে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া জাপানিদের সংগঠন নিহন হিদানকিও।
পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে তারা।
শুক্রবার (১১ অক্টোবর) অসলোতে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে নিহন হিদানকিওর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
এই দলটি ‘অসাধারণ প্রচেষ্টার’ প্রশংসা করে নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-অ্যান্ডারসন বলেন, নিহন হিদানকিওর প্রচারণা ‘পারমাণবিক ট্যাবু’ প্রতিষ্ঠায় ব্যাপক অবদান রেখেছে।
আরও পড়ুন: মাইক্রোআরএনএ আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ২ মার্কিন বিজ্ঞানী
নিহন হিদানকিও সংগঠনটি হিবাকুশা নামেও পরিচিত। ১৯৪৫ সালে হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা বিপর্যয়ের প্রত্যক্ষদর্শীদের সঙ্গে নিয়ে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টায় ‘পারমাণবিক অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়’- এই প্রচারণা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
শান্তিতে নোবেল পুরস্কারের অর্থমূল্য হিসেবে সংগঠনটি পাচ্ছে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। এছাড়াও একটি মেডেল, সনদপত্রও দেওয়া হবে।
গত বছর শান্তিতে নোবেল পেয়েছিলেন ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর কারাবন্দি মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৬ প্রার্থীর নাম নিবন্ধিত হয়েছিল যার মধ্যে ১৯৭ জন ব্যক্তি ও ৮৯টি সংস্থা।
ডিসেম্বরের ১০ তারিখ আলফ্রেড নোবেলের মৃত্যুদিবসে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে।
আরও পড়ুন: পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন কৃত্রিম বুদ্ধিমত্তার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন ও জন হপফিল্ড
১ মাস আগে
পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী কাদির খান আর নেই
পাকিস্তানের পারমাণবিক বোমার জনক হিসেবে পরিচিত পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান মারা গেছেন। রবিবার ইসলামাবাদের একটি হাসপাতালে দীর্ঘ মেয়াদী অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিণত করতে ১৯৭০ এর দশকে তিনি দেশটিতে পারমাণবিক বোমা তৈরির কর্মসূচি শুরু করেছিলেন।
তবে তাঁর বিরুদ্ধে নেদারল্যান্ডস থেকে সেন্ট্রিফিউজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি চুরির অভিযোগ উঠেছিল। যা তিনি পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।
কাদির খান বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লিউভেন থেকে ধাতুবিদ্যা প্রকৌশলের ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
এদিকে তাঁর মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানকে পারমাণবিক বোমা সমৃদ্ধ দেশে পরিণত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে সবাই ভালোবেসেছে। পাকিস্তানের মানুষের জন্য তিনি জাতীয় নায়ক।’
আরও পড়ুন: বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক হারুন আর নেই
বিশিষ্ট নাট্যকার আফসার আহমেদ আর নেই
কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর আর নেই, প্রধানমন্ত্রীর শোক
৩ বছর আগে