ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয়বেনিগনো একুইনো মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ম্যানিলার একটি হাসপাতালে ৬১ বছর বয়সী এই নেতা মারা গেলেন। বেনিগনোসাবেক সিনেটর বেনিগনো একুইনোজুনিয়র এবং সাবেক প্রেসিডেন্ট ও গণতন্ত্রের প্রতীক কোরাজন একুইনোর ছেলে।
বেনিগোর পরিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, তিনি বৃহস্পতিবার ভোরে ঘুমের মাঝে মারা গেছেন।
মন্ত্রীসভার সাবেক কর্মকর্তা রোগেলিও সিংসন জানান,একুইনো কিডনি রোগে ভুগছিলেন। তাকে ডায়ালাইসিস দেয়া হচ্ছিল এবং তার কিডনি প্রতিস্থাপনের প্রস্তুতি চলছিল।
আরও পড়ুন: ফিলিপাইনের রিজাল জাদুঘরে বঙ্গবন্ধু প্রদর্শনী শুরু
‘নয় নয়’ নামেও পরিচিত ফিলিপাইনের এই সাবেক রাষ্ট্রনেতার বোন পিংকি একুইনো আবেলাদা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ নয় এখন বাবা-মায়ের সাথে সুখেই থাকবে।’
চিরকুমার সাবেক এই রাষ্ট্রনায়ক ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন।বেনিগনো ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: কানাডার আরেকটি আদিবাসী স্কুলে গণকবরের সন্ধান
বেনিগোর পরিবার বিদেশে নির্বাসিত ছিল। তার বাবা সাবেক সিনেটর নিনয় একুইনো ১৯৮৩ সালে দেশে ফেরার পথে ম্যানিলা বিমানবন্দরে সেনা হেফাজতে খুন হন। আর মা সাবেক প্রেসিডেন্ট কোরাজন একুইনো ১৯৮৬ সালে স্বৈরশাসক ফার্দিয়ান্দ মার্কোসকে ক্ষমাচ্যুত করার আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেন।