তীব্র প্রয়োজন, বন্ধুত্বপূর্ণ ও লেটার অব ক্রেডিট রয়েছে এমন দেশে ভারত গম রপ্তানি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ভারতীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল।
বুধবার এনডিটিভির খবরে বলা হয়েছে, ডাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে গোয়াল এ কথা বলেছেন।
মন্ত্রী বলেন, ‘ভারতের গম রপ্তানি বিশ্ব বাণিজ্যের এক শতাংশেরও কম এবং আমাদের রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্ববাজারকে প্রভাবিত করবে না। আমরা ভালনারেবল ও প্রতিবেশী দেশে রপ্তানির অনুমতি দিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, যদিও বছরে সাত থেকে আট শতাংশ গম উৎপাদনের প্রত্যাশা ছিল প্রচণ্ড তাপদাহের কারণে আগেভাগে ফসল কাটা হয়েছে এবং উৎপাদনও কমে গেছে।
গোয়াল বলেন, ‘এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা যা উৎপাদন করছি তা দেশীয় চাহিদার জন্য যথেষ্ট।’
আন্তর্জাতিক গমের বাজারে ভারত কখনই ঐতিহ্যবাহী খেলোয়াড় ছিল না এবং দেশটির গম রপ্তানি মাত্র দুই বছর আগে শুরু হয় বলে স্পষ্ট করেন তিনি।