দেশকে শান্ত করতে নতুন জাতীয় নির্বাচনের ডাক দিয়ে রবিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ইস্তফা দিচ্ছি যাতে আমাদের ভাইয়েরা আমাদের বোন, আদিবাসী মানুষ ও নম্র মানুষদের পদাঘাত করা বন্ধ করেন...আমাদের নির্বাচনী বিজয় আমরা ত্যাগ করছি যাতে নতুন নির্বাচন হয়।’
তিনি জানান, তিনি তার কোকা পাতা উৎপাদনকারীদের ইউনিয়নে ফিরে যাবেন এবং এ গাছ উৎপাদনে সঙ্গীদের সাথে কাজ করবেন।
‘আমাকে দেশ থেকে পালাতে হবে না, আমি কিছু চুরি করিনি, আমার কাজ এখানে রয়েছে এবং এগুলো প্রমাণ করা যাবে,’ বলেন মোরালেস।
তিনি দেশ ও সঙ্গী মন্ত্রীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি বিধানসভাতে তার পদত্যাগপত্র বিবেচনা করার জন্য দিয়ে এসেছেন।
ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া লিনেরাও তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং জানিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যে প্রক্রিয়া অনুসরণ করে বিধানসভায় পত্র জমা দেবেন।