ফাউসি এনবিসির ‘টুডে’-কে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘ওহ, অবশ্যই। আমি ঠিক ঘটনাস্থলে হ্যাঁ বলেছিলাম।’
এর আগে, বৃহস্পতিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাত্কারে বাইডেন বলেন, ‘ফাউসি গত কয়েকটি প্রশাসনে যে দায়িত্ব পালন করেছেন আমি তাকে ঠিক সেই দায়িত্বেই থেকে যেতে বলেছি। একই সাথে আমি তাকে আমার প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হতে এবং আমার কোভিড দলে যোগ দিতে অনুরোধ করেছি।’
ফাউসি ১৯৮৪ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করোনাভাইরাস টাস্কফোর্সের অন্যতম শীর্ষস্থানীয় সদস্য।
এদিকে, বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময় ইবোলার বিরুদ্ধে লড়াইয়ে হোয়াইট হাউসের সমন্বয়কারী থাকা রন ক্লেইন ফাউসির সাথে কাজ করা বিষয়ে শুক্রবার এক টুইটে বলেন, ‘তার সাথে কাজ করা এক বড় সম্মানের বিষয় হবে।’