বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে মৃতের সংখ্যা ৫৩ লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ২৪৯ জন এবং মোট মৃতের সংখ্যা ৫৩ লাখ ৫৪ হাজার ১৪৮ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাচঁ কোটি ৮৪ লাখ ৬ হাজার ৮২৮ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ছয় হাজার ৪৩৯ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৭ হাজার ৮০৩ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২২ লাখ ১৩ হাজার ৭৬২ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৭ লাখ ৪০ হাজার ২৭৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৭ হাজার ৪২২ জনে।
এছাড়া রাশিয়ায় মোট শনাক্তের সংখ্যা এক কোটি ৩৭ হাজার ৫৪৬ জন ছাড়িয়েছে। একই সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার ৩৩৬ জনে।
আরও পড়ুন: করোনায় ঢাবি অধ্যাপকের মৃত্যু
বাংলাদেশ পরিস্থিতি
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ২১১ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৮ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জনে পৌঁছেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ২২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ০৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৬৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ।
আরও পড়ুন: দেশে করোনায় শনাক্তের হার বেড়েছে
বুস্টার ডোজ
করোনাভাইরাস সংক্রমণের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় বুস্টার ডোজ সহায়ক হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বিশ্বব্যাপী ওমিক্রনের আতঙ্ক কাজ করছে। বুস্টার ডোজে ওমিক্রন অনেকটাই প্রতিরোধ হয় বলে জানা গেছে। আর এখন যেহেতু সরকারের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদও আছে, সেকারণে আমরা এখন থেকেই বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
রবিবার (১৯ ডিসেম্বর) মহাখালী বিসিপিএস মিলনায়তনে বুস্টার ডোজের উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, আগে যেকোনো ডোজ নেয়া ব্যক্তিরাই বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা নিতে পারবেন। এই ডোজ প্রথমে ষাটোর্ধ্ব বয়স্ক ব্যক্তি, কো-মর্বিডিটি আছে এমন ব্যক্তি এবং সেই সঙ্গে সকল ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে।
আরও পড়ুন: ওমিক্রন মোকাবিলায় বুস্টার ডোজ সহায়ক হবে: স্বাস্থ্যমন্ত্রী