ভারতের বিশাখাপত্তমের হিন্দুস্থান শিপইয়ার্ডে বিশালাকার ক্রেণ মেরামতের সময় শনিবার ক্রেনটি চাপা পড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এক প্রতিবেদনে পুলিশ কমিশনার আর কে মিনার বরাত দিয়ে জানিয়েছে, শিপইয়ার্ডে শনিবার বিশালাকার ক্রেনটির মেরামতির কাজ চলছিল। অফিসার ও অপরেটররা ক্রেনটি পর্যবেক্ষণের সময়ই সেটি ভেঙে পড়ে যায়।
জেলা প্রশাসক বিনয় চাঁদ জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪ জন এইচসিএলের কর্মী ও বাকিরা চুক্তি ভিত্তিক কাজ করতেন।
দেশটির বিভিন্ন টিভি সম্প্রচারে দেখা গেছে, ৭৫ টন ওজনের ক্রেনটি ভেঙে মাটিতে পড়ার সময় বিকট শব্দ হয়।
দুর্ঘটনায় কারোর গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে সরকার ইতোমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে।
এ ঘটনায় এইচসিএল কর্তপক্ষও পৃথকবাবে তদন্ত করবে বলে জানা গেছে।