ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোমবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
এই মাসের শুরুর দিকে মস্তিষ্কে অপারেশনের পর তিনি কোমায় ছিলেন।
প্রণবের ছেলে অভিজিৎ মুখার্জি এক টুইটে বলেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের জানাচ্ছি যে, আর আর হাসপাতালের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম সত্ত্বেও আমার বাবা শ্রী প্রণব মুখার্জি কিছুক্ষণ আগে মারা গেছেন। সবাই আমার বাবার জন্য দেয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।’
এনডিটিভির খবরে বলা হয়, আজ সকালে দিল্লির আর্মি হাসপাতাল জানায় যে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
গত ১০ আগস্ট হাসপাতালে ভর্তি হন তিনি। একইদিন তার মস্তিষ্কে অপারেশন করা হয়। হাসপাতালে তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়।
সেদিন টুইটে এক পোস্টে তিনি লেখেন, ‘অন্য একটা কাজে হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষা করিয়েছি। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আবেদন গত কয়েকদিনে, যারা আমার সংস্পর্শে এসেছেন নিজেকে কোয়ারান্টাইন করুন।’