মাদ্রিদ, ০৬ নভেম্বর (এপি/ইউএনবি)- সমুদ্রে উদ্ধার অভিযান চালানো স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর আফ্রিকা থেকে নৌকায় করে স্পেনে পৌঁছানোর চেষ্টাকরী কমপক্ষে ১৭ ব্যক্তি মারা গেছেন।
কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, তারা সোমবার দুটি নৌকা থেকে পাঁচজন নারীসহ ৮০ ব্যক্তিকে উদ্ধার করেছে। সেই সাথে ১৩ জন অভিবাসীর লাশ খুঁজে পেয়েছে। তাদের সবাইকে মরক্কো সীমান্তবর্তী স্প্যানিশ ছিটমহল মেলিলায় পাঠানো হয়েছিল।
স্পেনের সিভিল গার্ড জানায়, আরেক ঘটনায় তারা চারজন অভিবাসীর লাশ এবং ২২ জনকে জীবিত উদ্ধার করেছে। তারা সবাই উত্তর আফ্রিকার পুরুষ। তাদের বহনকারী কাঠের ডিঙ্গি নৌকাটি জিব্রালটার প্রণালীর পশ্চিম তীরে এসে প্রবালপ্রাচীরে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়।
জাতিসংঘ জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে দুই হাজার ১৬০ জনের অধিক মানুষ মারা গেছেন।