ভেনেজুয়েলায় মার্কিন-সমর্থিত বিরোধী দলের নেতা জুয়ান গুয়াইদোর ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমের একটি এলাকায় সসফরের সময় ক্ষমতাসীন দলের সহযোগীদের একটি দল এই হামলা চালিয়েছে বলে গুয়াইদোর দল অভিযোগ করেছে।
বিরোধী দলের বিবৃতির সাথে থাকা একটি ছবিতে দেখা যাচ্ছে, জুয়ান গুয়াইদোকে আটকে রাখা হয়েছে, এসময় তার চারপাশে অনেক লোকজন জড়ো হয়েছে এবং কেউ তার শার্ট ছিঁড়ে ফেলছে।
শনিবার রাতে একটি ইনস্টাগ্রাম ভিডিওতে গুয়াইদো রাজধানী কারাকাসের প্রায় ১৬৮ মাইল (২৭০ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে সান কার্লোসের একটি প্ল্যান্ট নার্সারিতে এই হামলাকে ‘অ্যাম্বুশ’ হিসাবে অভিহিত করেছেন।
তবে এই হামলা তাকে ‘রাস্তায়’ নামা থাকা থেকে বিরত করতে পারবে না বলে জানিয়েছেন।
তিনি বলেন, ‘যারা আজ এই হামলা করেছে, শাসক দলের নেতাদের উচিত এই ঘটনার দায় স্বীকার করা।’
পিএসইউভি নেতারা তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ গুয়াইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০১৮ সালের প্রেসিডেন্ট পুনঃনির্বাচনে কারচুপির অভিযোগ এনে তারা মাদুরোর স্বীকৃতি প্রত্যাহার করে।
সেই সময়ে গুয়াইদোর প্রচুর সমর্থন ছিল। বর্তমানে তার জনপ্রিয়তায় ধস নেমেছে। তিন বছর আগে তার জনপ্রিয়তা প্রায় ৬০ শতাংশ থাকলেও সেখান থেকে ফেব্রুয়ারিতে ১৫ শতাংশ এর নিচে নেমে এসেছে।
যুক্তরাষ্ট্রের পশ্চিম গোলার্ধ বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্রায়ান নিকোলস শনিবার গুয়াইদোর ওপর ‘অপ্ররোচনাহীন হামলা’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন।
তিনি হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
পড়ুন: যুক্তরাষ্ট্রে প্রবেশে লাগবে না করোনা টেস্ট
মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য: ভারতে মুসলমানদের ব্যাপক বিক্ষোভ