মিসিসিপি রাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার রাতে এক সমাবেশে এ কথা বলেন তিনি।
তেলের দাম ক্রমবর্ধমান বৃদ্ধির ওপর আমেরিকার ঘনিষ্ঠ মিত্রকে চাপে রাখতে ট্রাম্প বলেন, ‘আমি বাদশাহ সালমানকে ভালবাসি। কিন্তু আমি তাকে বলতে চাই, বাদশাহ, আমরা আপনাকে রক্ষা করছি। আমাদের ছাড়া আপনি ক্ষমতায় হয়তো দুই সপ্তাহও টিকে থাকতে পারবেন না। তবে, আপনার সেনাবাহিনীর জন্য আপনাকে খরচ করতে হবে।’
সৌদি বাদশাহর সাথে ট্রাম্প কবে কথা বলেছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
তবে গত শনিবার ট্রাম্প ও বাদশাহ সালমানের মধ্যে টেলিফোনে কথা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, বেঞ্চমার্ক ব্রেন্ট অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৮৫ মার্কিন ডলারের কাছে পৌঁছে গেছে। গত চার বছরের মধ্যে যা সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, নভেম্বরে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের গ্যাসোলিনের দাম বেড়ে ১০০ মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।