ফ্লোরিডা, ০৩ নভেম্বর (এপি/ইউএনবি)- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শুক্রবার এক বন্দুকধারীর গুলিতে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। পরে বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছেন।
তালাহাসিই পুলিশের প্রধান মাইকেল ডেলিও সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে এক ব্যক্তি একটি যোগব্যায়াম কেন্দ্রে প্রবেশ করে ছয়জনকে গুলি এবং আরেকজনকে পিস্তল দিয়ে আঘাত করেন।
পরে হামলাকারী নিজেই গুলিতে আত্মহত্যা করেন বলে জানান ডেলিও।
শনিবার সকালে তালাহাসিই পুলিশ বিভাগ বন্দুকধারীর পরিচয় শনাক্ত করে। ৪০ বছর বয়সী ওই ব্যক্তির নাম স্কট পল বিয়ারলি।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত দুজন হলেন- ডা. ন্যান্সি ভ্যান ভাসেম (৬১) ও মৌরা বিংকলি (২১)।