বিশ্বের সবার নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে। আগ্রহী সবাই জানতে চাইছেন, কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট?
যিনি হবেন নতুন প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট কে হবেন এটা এখনো কারো জানা নেই। নির্বাচনে অংশ নেয়া দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন করোরই বিজয় নিশ্চিত করার মতো যথেষ্ট ভোট গণনা এখনো শেষ হয়নি।
যদিও চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় খুব কাছেই চলে এসেছে বলে মনে হচ্ছে। এরই মধ্যে নতুন ফলাফলও আসতে শুরু করেছে।
এদিকে, করোনা মহামারির কারণে এবারের যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিপুল পরিমাণে পোস্টাল ব্যালট পড়েছে। একেকটি রাজ্যে পোস্টাল ব্যালট গণনার একেক ধরনের নিয়ম রয়েছে। প্রতিযোগিতা তীব্র হওয়ায় গণনাতেও সময় বেশি লাগছে।
বেশি ভোট পেলেই কি প্রেসিডেন্ট?
নির্বাচনে জো বাইডেন বেশ বড় ব্যবধানেই এগিয়ে আছেন। কিন্তু বেশি ভোট পেলেই যে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এমন নয়।
যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে যে প্রার্থী ইলেকটোরাল কলেজের বেশি ভোট পাবেন, তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
দেশটিতে প্রতিটি অঙ্গরাজ্যের জন্য জনসংখ্যার অনুপাতে নির্দিষ্ট সংখ্যক ইলেকটোরাল ভোট থাকে। ওই রাজ্যে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন, তিনি সেই রাজ্যের সবগুলো ইলেকটোরাল ভোট পাবেন। তবে মেইন আর নেব্রাস্কা অঙ্গরাজ্য বাদে। যেখানকার পদ্ধতি আরও জটিল।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য মিলিয়ে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে একজন প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে হবে।
কীসের জন্য অপেক্ষা এখন
নির্বাচন অনুষ্ঠানের পর এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ভোট গণনার ফলাফল জানা গেছে, তাতে জো বাইডেন ২৫৩ ইলেকটোরাল ভোট পেতে যাচ্ছেন। আর ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন ২১৪। যদিও এখনো ২৭০ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে দুই প্রার্থীরই।
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বাইডেন যদি জয় পান, তাহলে তিনিই বিজয়ী হয়ে যাবেন বা জর্জিয়ার সাথে নেভাডা, অ্যারিজোনা অথবা নর্থ ক্যারোলাইনার কোনো একটি অঙ্গরাজ্যের ভোট পান, তাহলেও তিনি বিজয়ী হবেন।
অন্যদিকে, বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে বিজয়ী হতে হলে পেনসিলভানিয়ার সব ভোট তো পেতেই হবে, সেই সাথে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, নেভাডা অথবা অ্যারিজোনার এ চারটি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত তিনটিতে বিজয়ী হতে হবে।
বাকি রাজ্যের কোনটিতে কি অবস্থা
পেনসিলভানিয়া
২০টি ইলেকটোরাল ভোটের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জো বাইডেন ২৮,৮৩৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। রাজ্যটিতে আরও ১,০২,৫৪১টি ভোট গণনা বাকি রয়েছে। এসব ভোটের বেশিরভাগই ফিলাডেলফিয়া ও অ্যালগেনি কাউন্টির অ্যাবসেন্টি ব্যালট। যেখানে ২০১৬ সালে জয় পেয়েছিলেন হিলারি ক্লিনটন। ফলে এসব ভোটের বেশিরভাগই ডেমোক্র্যাট দলের ভোট বলা যায়।
এ অঙ্গরাজ্যের নির্বাচনের দিনের বা আগের ডাকবিভাগের ছাপ রয়েছে, এমন পোস্টাল ভোট জমা আসার শেষ দিন শুক্রবার বিকাল। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সব গণনা শেষে চূড়ান্ত ফলাফল হতে আরও কয়েকদিন লেগে যেতে পারে।
জর্জিয়া
জর্জিয়া অঙ্গরাজ্যে ১৬টি ইলেকটোরাল ভোট রয়েছে। এ রাজ্যে জো বাইডেন পেয়েছেন ২,৪৫৬,৮৪৫ ভোট আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২,৪৫২,৮২৫ ভোট।
রাজ্যের নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক বাহিনীর সদস্যদের জন্য পাঠানো ৮,০০০ ভোট আসা বাকি রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবারের মধ্যে এসব ভোট আসলে সেটা গণনায় যোগ হবে। এসব ভোটের বেশিরভাগই আটলান্টা আর সাভান্নাহের। যেসব এলাকা প্রধানত বাইডেন সমর্থকই বেশি।
রাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্রাড রাফেন্সবের্গার জানিয়েছে, রাজ্যটির ভোট পুনরায় গণনা করা হবে। অর্থাৎ এ রাজ্যের চূড়ান্ত ফলাফল জানতে বেশ অপেক্ষা করতে হবে।
অ্যারিজোনা
মোট ১১টি ইলেকটোরাল ভোটের অ্যারিজোনা অঙ্গরাজ্যে জো বাইডেন পেয়েছেন ১,৫৭২,৬৩৪ ভোট আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১,৫৩৫,৮১৮ ভোট। রাজ্যটিতে এখনো ২ লাখ ভোট গণনা বাকি রয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় এসব ভোট ছড়িয়ে থাকলেও বেশিরভাগই রয়েছে ফনিক্স এলাকাতে।
রাজ্যের কর্মকর্তারা নির্বাচনী ফলাফল সম্পর্কে সর্বশেষ তথ্য জানাতে আরও সময় নেবেন। তবে কবে সেখানে বিজয়ী প্রার্থী সম্পর্কে চূড়ান্ত আভাস পাওয়া যাবে, তা এখনো কারো জানা নেই।
নেভাডা
অঙ্গরাজ্যের ৬টি ইলেকটোরাল ভোট রয়েছে। এ রাজ্যে জো বাইডেন পেয়েছেন ৬৩২,৫৫৮ ভোট আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৬০৯,৯০১ ভোট।
কর্মকর্তারা জানিয়েছেন, এখনো হাজার হাজার ভোট গণনা বাকি রয়েছে। এসব ভোটের বেশিরভাগই রয়েছে ক্লার্ক কাউন্টিতে। যার মধ্যে লাভ ভেগাসের বেশিরভাগই পোস্টাল ব্যালট। চূড়ান্ত ফলাফল পেতে হয়তো আরও দুই একদিন লেগে যাবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোয় এখনো ভোট গণনা চলছে। যতটা ধারণা করা হয়েছিল, তার চেয়ে অনেক ভালো করেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ব্যাটেল গ্রাউন্ড রাজ্যগুলোয় সশরীরে পড়া ভোটের বেশিরভাগ পেতে ব্যর্থ হয়েছেন জো বাইডেন।
যদিও, ভোট গণনা যতই এগিয়ে চলছে, ততই অবস্থান পোক্ত করছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।