হরিয়ানা বিধানসভা নির্বাচনে টানা তিনবার জিতে ভারতীয় জাতীয় কংগ্রেসকে সুক্ষ্ম কটাক্ষ করতে ছাড়েনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
নির্বাচনে বিজয় উপলক্ষে বিজেপির হরিয়ানা শাখা অনলাইনে এক কেজি জিলাপির অর্ডার করে তা কংগ্রেস নেতা রাহুল গান্ধির উদ্দেশে দিল্লিতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাহুল গান্ধি বরবার জিলাপি পাঠানোর বিষয়টি ফলাও করে প্রচারও করেছে হরিয়ানা বিজেপি।
এক্সে শেয়ার করা একটি স্ক্রিনশট থেকে দেখা গেছে, দিল্লির কনট প্লেসের বিকানেরভালা স্টোর থেকে ভ্যাটসহ প্রায় ৬০৯ রুপি মূল্যের এই জিলাপির অর্ডার দেওয়া হয়েছে।
স্ক্রিনশটে প্রাপকের নাম ‘রাহুল গান্ধির জন্য জিলাপি’ এবং ঠিকানা ‘২৪, আকবর রোড, নয়াদিল্লি, কংগ্রেস কার্যালয়’ লেখা ছিল।
মজার ব্যাপার হলো, শুধু এটুকু করেই থামেনি হরিয়ানা বিজেপি। অর্ডারটি ক্যাশ-অন-ডেলিভারিতে করা হয়েছে, যা বিষয়টিকে আরও বিদ্রুপাত্মক করে তুলেছে।
আরও পড়ুন: চিকিৎসক ধর্ষণ ও হত্যা: মমতার পদত্যাগ দাবি বিজেপির
তবে উপহার হিসেবে জিলাপি পাঠানোর বিষয়টি মোটেই কাকতালীয় নয়।
হরিয়ানার গোহানা এলাকায় নির্বাচনি প্রচার চালানোর সময় জিলাপি নিয়ে মন্তব্য করেন রাহুল। ওই রাজ্য থেকে প্রস্তুতকৃত জিলাপি ভারতের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। এমনকি, দেশের বাইরেও রপ্তানি করা হয়ে থাকে।
নির্বাচনি প্রচারকালে রাহুল বলেছিলেন, বিজেপি সরকার প্রবর্তিত জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের কারণে জিলাপি উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এরপর রাহুলের মন্তব্যের বিদ্রুপাত্মক সমালোচনা করে সে সময় বিজেপির পক্ষ থেকে বলা হয়, ‘জিলাপি (শিল্প) কারখানার অস্তিত্ব নেই।’
এরপর থেকে জিলাপি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নতুন রসাত্মক ট্রেন্ড।
আরও পড়ুন: লোকসভার সদস্যপদ ফিরে পেলেন রাহুল গান্ধী
হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের পর বুথফেরত জরিপ বলেছিল- কংগ্রেসই জিতবে; কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। রাজ্যটিতে বিজেপি জিতেছে, আর বিরোধী দলেই থাকতে হচ্ছে কংগ্রেসকে।
এরপরই কংগ্রেসকে নিয়ে ঠাট্টা করতে জিলাপির প্রসঙ্গটি টেনে আনেন বেশ কয়েকজন বিজেপি নেতা।
হরিয়ানা বিজেপির পক্ষ থেকে রাহুল গান্ধি বরাবর এই জিলাপি পাঠানো তাই কোনো বন্ধুত্বের নিদর্শন নয়, বরং তা রাজনৈতিক চির প্রতিদ্বন্দ্বিতার বহিঃপ্রকাশ।