ওই দিন সন্ধ্যা ৭টায় প্রেসিডেন্ট সি ও ফেং সবার সঙ্গে বিশ্ব উদ্যানমেলার ভিডিও দেখেন এবং গ্রুপ ছবি তোলেন। চীনের প্যাভিলিয়নে সুন্দর উদ্যানের গল্প, চীনের সমৃদ্ধ সভ্যতা ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের সাফল্য তুলে ধরা হয়েছে। তাতে চীন ও বিশ্বের সবুজ জীবনযাপন এবং যৌথ উন্নয়নের সাফল্য উপভোগের চিন্তাধারা প্রতিফলিত হয়েছে।
বিদেশি নেতারা চীনের উন্নয়ন সাফল্য এবং উদ্যান শিল্পীদের অসাধারণ ডিজাইনের ব্যাপক প্রশংসা করেন। তারা চীনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা জোরদারের প্রত্যাশাও করেন।
কম্বোডিয়া, চেক প্রজাতন্ত্র, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, জাপান ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের ফুল বাগান পরিদর্শন করেন নেতারা। এ উদ্যানমেলা বিশ্বের জনগণের বন্ধুত্বপূর্ণ বিনিময় এবং মানুষ ও প্রকৃতির সুষম সহাবস্থানের প্রতীক। চীনের এ আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা। তারা এ মেলার সফলতাও কামনা করেন।