ঢাকা, ২০ এপ্রিল (ইউএনবি)- ইউপে অ্যাপ ব্যবহার করে বার্গার কিং রেস্টুরেন্টে সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।
সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এর প্রধান কার্যালয়ে ইউসিবি এবং বাংলা ট্র্যাক গ্রুপের একটি কোম্পানি, বাংলাদেশে বার্গার কিং এর ফ্র্যাঞ্চাইস টিফিন বক্স লিমিটেড এর মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, বার্গার কিং রেস্টুরেন্টে গ্রাহকরা ইউপে অ্যাপ থেকে সহজেই কিউ আর কোড স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন।
অনুষ্ঠানে ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. আব্দুল্লাহ আল মামুন, ইউসিবি’র এসভিপি ও হেড অব রেভেনিউ এন্ড ডিজিটাল কমার্স ইউপে মো. নুরুল হক মানিক, বাংলা ট্র্যাক লিমিটেডের গ্রুপ সিইও এম জাহাঙ্গীর আলম, টিফিন বক্স লিমিটেডের জেনারেল ম্যানেজার মুশরুফ আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।