চ্যানেল আই ভবনে সোমবার শস্যসহায় বিষয়ক কার্যক্রম নিয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে প্রান্তিক কৃষকদের ঋণ দেয়া হবে।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল এবং চ্যানেল আইয়ের ডিরেক্টর ও হেড অব নিউজ শাইখ সিরাজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
শওকত জামিল বলেন, শস্যসহায় কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মাঝে ঝামেলাহীন ও সহজ শর্তে ঋণ দেয়া সহজ হবে।
শাইখ সিরাজ বলেন, চ্যানেল আইয়ের কৃষি বিষয়ক কার্যক্রম হৃদয়ে মাটি ও মানুষের যোগাযোগ কাঠামোর মাধ্যমে কৃষকদের ব্যাংক ঋণ দেয়া সহজতর হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী ও মোহাম্মদ মামদুদুর রশীদ, এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, ইভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স জাভেদ ইকবাল, চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর আদিত্য শাহীন, অনলাইন এডিটর (মাল্টিমিডিয়া) তৌফিক আহমেদ, স্পেশাল করেসপন্ডেন্ট রিজভী নেওয়াজ, সিনিয়র রিপোর্টার জহির মুননা প্রমুখ।