এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং ইন্টার-এশিয়া গ্রুপের মধ্যে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বেজা তাদের ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আরও ১১টি নতুন অনলাইন সেবা চালু করে।
ইন্টার-এশিয়া গ্রুপের পরিচালক রিক হক সিকদার এবং বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ প্রচার) ও বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আবদুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এবং বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলায় সাবরং ট্যুরিজম পার্কে সমুদ্রতীরের সামনে ৮৩ একর জমিজুড়ে বিশ্বমানের পর্যটন সুবিধা তৈরির জন্য ইন্টার-এশিয়া গ্রুপ পিটিই লিমিটেড, বিশ্বখ্যাত ফিলিপিনো ব্যবসায়িক সংস্থা এবং বিশ্বের বিখ্যাত হসপিটালিটি সেবা শিল্পের সহায়তায় সমন্বিত একটি কনসোর্টিয়াম গঠন করা হবে।
সাবরাং ট্যুরিজম পার্কে সমুদ্র উপকূলীয় কমপ্লেক্স, গলফ কোর্স, হোটেল, শপিং সেন্টার, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ জাদুঘর, অ্যামফিথিয়েটার, কনভেনশন সেন্টার, আ্যমিউজমেন্ট পার্ক, হাসপাতাল, ফায়ার স্টেশন ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র থাকবে।