বৃহস্পতিবার পাইকারি প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২২০ টাকা থেকে ২৩০ টাকা। ওই মরিচই খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ৩০০ টাকা।
জেলার খোলাপাড়া পাইকারি বাজারের ব্যবসায়ী আজাদ হোসেন বলে0ন, স্থানীয় মরিচ না থাকায় আমাদের এখানে বগুড়া থেকে মরিচ আসে। সরবরাহকারীরা দাম বাড়িয়ে দিলে আমাদেরও দাম বাড়াতে হয়। গত এক সপ্তাহ আগে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছিল ১৫০ টাকা। বর্তমানে প্রতি কেজি মরিচ ২২০/২৩০ টাকায় বিক্রি করছি।
জেলা শহরের খুচরা ব্যবসায়ী আসিরুল ইসলাম জানান, পাইকারি বাজারে দাম বাড়লে আমাদেরও দাম বাড়াতে হয়। পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২২০/২৩০ টাকা দরে কিনেছি। ভিন্ন ভিন্ন হাটবাজারে ২৬০ টাকা থেকে ৩০০ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের ডুডুমারী এলাকার রাজিউর রহমান নামে এক ক্রেতা জানান, হঠাৎ করে কাঁচা মরিচের দাম বেড়েছে। বুধবার ১০০ গ্রাম কাঁচা মরিচ ৩০ টাকায় কিনেছি।
কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে পারলে দাম কমবে বলে মনে করছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।