চুয়াডাঙ্গা, ৩১ আগস্ট (ইউএনবি)- শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন শনিবার বলেছেন, চিনি শিল্পকে আধুনিকায়ন করতে কাজ করছে সরকার।
বিকালে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। চিনি শিল্পকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার চিনি শিল্পকে আধুনিকায়ন করতে কাজ শুরু করেছে।’
মন্ত্রী বলেন, কেরু অ্যান্ড কোম্পানিসহ দেশের সবকটি চিনিকল আধুনিকায়ন করা হবে। কেন মিলগুলো ধারাবাহিক লোকশান গুনছে সেটিও চিহ্নিত করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন, ২ আসনের সাংসদ হাজী আলী আজগর টগর, খাদ্য ও চিনি শিল্প করপোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।